Site icon Jamuna Television

করোনা: তহবিল গঠনে ম্যারাথনে অংশ নেবেন বেন স্টোকস

ছবি: সংগৃহীত

এবার করোনাভাইরাস মোকাবিলায় তহবিল গঠনের জন্য মাঠে নামছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তহবিল গঠনে চ্যারিটি ম্যারাথনে অংশ নেবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোকস জানান, হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহে একটি চ্যারিটি ম্যারাথনে দৌড়াবেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি সব সময় হাফ ম্যারাথনে দৌড়ানোর কথা ভেবেছি, কিন্তু কখনও তা করতে পারিনি, আর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউনের মধ্যে বাইরে যাবার সুযোগ ছিলো না। এবার আমি তহবিল সংগ্রহের জন্য যাচ্ছি।’

ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজারের কাছাকাছি।

Exit mobile version