Site icon Jamuna Television

রাজ্জাককে বিয়ে করছেন তামান্না ভাটিয়া!

২০১৭ সালের তামান্না ভাটিয়া আর আব্দুল রাজ্জাকের সেই ছবি।

পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাকের সাথে বিয়ের গুঞ্জন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার। দু’জনের একসঙ্গে একটি ছবি হঠাৎ ভাইরাল হওয়ার পরে ছড়িয়ে পড়ে বিয়ের গুঞ্জন।

অবশ্য এটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তামান্না। ২০১৭ সালে একটি সোনার দোকানে একসঙ্গে দেখা গিয়েছিলো তামান্না ও রাজ্জাককে। সেই সময়েও সব গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। এই বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানান, এ সব খবরই ভুয়া। আব্দুল রাজ্জাকের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। তারা শুধুই ভালো বন্ধু। আর বন্ধুত্ব থাকলেই যে বিয়ে করতে হবে এমন কোনো মানে নেই।

তামান্না আরও জানান, যে ছবিটি ভাইরাল হয়েছে তা দুবাইতে থাকাকালীন তোলা। এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে এসেছিলেন রাজ্জাকও। সেখান থেকেই দু’জনের আলাপ।

Exit mobile version