Site icon Jamuna Television

চারদিন আগেই খুলেছে গাজীপুরের বিপণি-বিতানগুলো

চারদিন আগেই খুলেছে গাজীপুরের বিপণি-বিতানগুলো

আগামী ১০মে থেকে সরকার শপিংমল ও বিপণি-বিতান খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর তার চারদিন আগে থেকেই গাজীপুরে শপিংমল ও বিপণি-বিতান খোলা হয়েছে।

ভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা শপিংমল ও বিপণিবিতানে সকাল থেকেই চলছে বেচাকেনা। এদিকে এসব শপিংমল ও বিপণি-বিতানে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের সুরক্ষার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

তবে ব্যবসায়ীরা জানান, দোকান বন্ধ থাকায় রোজগারের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে অনেকের অনাহারেও দিন কেটেছে। শপিংমল খোলায় ব্যবসায়ীরা কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন। তবে বেশিরভাগ শপিংমল মালিক স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নিয়ে উদাসীন।

Exit mobile version