Site icon Jamuna Television

সফল করোনা ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরির সাফল্য দাবি করলো ইতালি। পরীক্ষাগারে মানবকোষের ওপর টিকার কার্যকারিতা প্রমাণিত হয়েছে, বলছেন গবেষকরা।

রোমের স্পালানজানি হাসপাতালের একদল বিশেষজ্ঞ তৈরি করেছে ভ্যাকসিনটি। মঙ্গলবার, সায়েন্স টাইমস ম্যাগাজিনে প্রকাশিত বিবৃতিতে জানানো হয় এ তথ্য।

গবেষকদের দাবি, এরইমধ্যে ইঁদুরের ওপর ভ্যাকসিনটি প্রয়োগে সফলতা পেয়েছেন তারা। পরীক্ষায় দেখা গেছে, প্রাণীদেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি করেছে প্রতিষেধকটি। এই মুহূর্তে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে গবেষণা- এমন দাবি দলটির। সরকারি অনুমোদন পাওয়া সাপেক্ষে, গ্রীষ্ম মৌসুম শেষ হলেই ভ্যাকসিনটি মানবশরীরে প্রয়োগ করা হতে পারে।

Exit mobile version