Site icon Jamuna Television

আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ

আশুলিয়ায় এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জিরানী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধারের পর তরুণীকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে-ওসিসিতে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ওই কিশোরী আশুলিয়ার শিমুলতলী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। রাসেল নামে এক যুবক প্রায়ই তাকে উত্যক্ত করতো। শুক্রবার জিরানী এলাকার এক গার্মেন্টসের সামনে থেকে তাকে তুলে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করা হয়। রক্তাক্ত অবস্থায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক এলাকা থেকে তাকে উদ্ধারের পর পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ধর্ষণের শিকার তরুণীর বড় ভাই জানায়, রাসেল নামের এক ছেলের সাথে বেশ কিছুদিন থেকে প্রেমের সম্পর্ক ছিলো তরুণীর। দুই মাস আগে তারা দুই জন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার তিনদিন পর বাড়ি ফিরে আসলে রাসেলের সাথে মিশতে দেয়নি তরুণীর বাবা-মা। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে রাসেল।

ধর্ষিতার ভাইয়ের অভিযোগ, রাসেলই তার সহযোগী আরও তিন চারজনসহ সোনিয়াকে তুলে নিয়ে ধর্ষণ করে।

যমুনা অনলাইন: আরএস

 

Exit mobile version