Site icon Jamuna Television

খুলনায় ‘হাতের মুঠোয় কাঁচাবাজার’ মোবাইল অ্যাপের উদ্বোধন

খুলনায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের সুবিধার কথা বিবেচনা করে ঘরে বসে শাক-সবজি ও ডিম-দুধ প্রাপ্তির লক্ষ্য নিয়ে ‘হাতের মুঠোয় কাঁচাবাজার’ নামে একটি অ্যাপ চালু করেছে খুলনা জেলা প্রশাসন।

সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার অ্যাপটির উদ্বোধন করেন। স্মার্ট ফোনের মাধ্যমে অ্যাপটি দিয়ে খুলনা মহানগরের বাসিন্দারা ঘরে বসে তাজা শাক-সবজি, মাছ, মাংস ও ডিম ক্রয় করতে পারবেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ কমিশনার, পুলিশ সুপারসহ জেলার অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশের এই ক্রান্তিকালে প্রান্তিক কৃষক, পোলট্রি ও ডেইরি খামারিদের উৎপাদিত পণ্য মোবাইল অ্যাপের মাধ্যমে বাজারজাতকরণে খুলনা জেলা প্রশাসনের উদ্ভাবনী উদ্যোগটিতে খুুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ অফিস এবং খুলনা কৃষি বিপণন অধিদপ্তরসহ ‘ঘরে বসে কৃষি বাজার’ ও ‘ডিজিটাল সুন্দরবন প্রোটিন হাউজ’ নামের দুটি উদ্যোক্তা সংগঠন সহযোগিতা করে।

গুগল প্লে-স্টোর থেকে ‘হাতের মুঠোয় কাঁচাবাজার’ অ্যাপটি সহজেই ডাউনলোড করা যাবে।

Exit mobile version