Site icon Jamuna Television

একমাত্র করোনামুক্ত জেলা রাঙামাটিতে করোনার হানা

করোনা মুক্ত থাকা দেশের একমাত্র জেলা পার্বত্য রাঙামাটিতে অবশেষে করোনা হানা দিয়েছে।

বুধবার চট্টগ্রামে নমুনা পরীক্ষার পর এই জেলায় চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা: মোস্তফা কামাল।

তিনি বলেন, আমরা চট্টগ্রাম থেকে বিষয়টি কিছুক্ষণ আগেই নিশ্চিত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই বিস্তারিত জানাতে পারব।

চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা সনাক্ত হয়।

রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানিয়েছেন, আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো ২৯ এপ্রিল, আজ ফলাফল জানলাম। এদের একজন রিজার্ভ বাজার, একজন দেবাশীষ নগর এবং দুইজন সদর হাসপাতাল এলাকার বাসিন্দা ।

Exit mobile version