Site icon Jamuna Television

করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় আবারও সাড়ে ছয় হাজারের বেশি প্রাণহানি

প্রায় তিন সপ্তাহ পর, আবারও, একদিনে ৬ হাজার ৮০০ মৃত্যু হলো করোনাভাইরাসে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন দুই লাখ ৬৫ হাজার। নতুন ৯৪ হাজার সংক্রমণে, মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ।

মাঝে কিছুদিন কমার পর, বুধবার, আড়াই হাজারের বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃতের সংখ্যা প্রায় ৭৫ হাজার। আক্রান্ত পৌনে ১৩ লাখ। দিনের দ্বিতীয় সর্বাধিক প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে। মারা গেছেন ৬৪৯ জন। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়ালো ব্রিটেনে। তবে ইতালি-স্পেন-ফ্রান্সসহ ইউরোপের বাকি দেশগুলোতে, নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতা অব্যাহত।

এদিকে, মহামারি নতুন কেন্দ্র হয়ে ওঠা, ব্রাজিলে ৬৪৫ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়। করোনায় মৃত্যু সাড়ে আট হাজার ছাড়িয়েছে, দেশটিতে। আক্রান্ত এক লাখ ২৬ হাজারের বেশি।

Exit mobile version