Site icon Jamuna Television

ভারতে খাবার নিয়ে ট্রেনের কামরায় শ্রমিকদের তুমুল সংঘর্ষ

করোনার প্রকোপে ভারতজুড়ে লকডাউনে কর্মহীন হয়ে পরেছে কোটি কোটি মজুর, শ্রমিক। এমন অবস্থায় নিজ রাজ্যে ফেরার জন্য ট্রেনে করে যাবার সময় অন্যযাত্রীদের হাতে খাবার দেখে আর সামলাতে না পেরে খাবার নিয়ে মারামারি শুর করে দিয়েছিল অভুক্ত শ্রমিকরা। খবর ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের।

করোনা সংক্রমণের আশঙ্কায় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেনি রেল পুলিশও।

বুধবার বিকেলে ১২০০ জন শ্রমিককে নিয়ে একটি ট্রেনে কয়েকটি কোচের যাত্রীদের খাবার দেওয়া হলেও সকলে তা পাননি। ফলে মধ্যপ্রদেশের সাতনার কাছে ট্রেন পৌঁছনো মাত্রই খাবারের জন্য একে অপরকে লাথি, ঘুষি মারতে শুরু করে শ্রমিকরা।

এই ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেতেই তা ভাইরাল হয়ে যায়।

Exit mobile version