Site icon Jamuna Television

গত বছর সড়কে প্রাণ গেছে ৭ হাজার ৩৯৭ জনের

২০১৭ সালে সারাদেশে সড়ক দুর্ঘটনায় সাত হাজার ৩৯৭জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক সড়ক দুর্ঘটনা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত বছর ৪ হাজার ৯৭৯  দুর্ঘটনার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে মোট হতাহতের সংখ্যা ২৩ হাজার ৫৯০। যাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩৯৭ জন। বাকিরা আহত হয়েছেন; যাদের অনেককে আবার পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।
যাত্রীকল্যাণ সমিতি সাধারণ সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনার খবর মনিটর করে তাদের প্রতিবেদন তৈরি করে থাকে। সংবাদমাধ্যমে প্রকাশিত না হওয়া সড়ক দুর্ঘটনা ও তাতে হতাহতের সংখ্যাও কম নয়।
Exit mobile version