Site icon Jamuna Television

কোহলি থেকেও সেরা বাবর আজম: বিশ্বকাপজয়ী অজি কোচ

হালের ক্রিকেট সেনসেশন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির থেকেও ভালো ক্রিকেটার পাক ক্রিকেট সেনসেশন বাবর আজম। এমনটাই মন্তব্য করেছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় কোচ টিম মুডি। খবর ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা’র।

পাকিস্তানের এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মুডি বলেছেন, “শেষ কয়েক বছরে নিজেকে স্পেশাল হিসাবে প্রতিষ্ঠিত করেছে বাবর। আমরা প্রায়ই বলে থাকি, কোহলি ব্যাটসম্যান হিসেবে কতটা উচ্চমানের। তবে বাবর আজমকেও সবাই দেখুক। ও-ও কিন্তু স্পেশাল।”

তবে মুডি বলেন, পরিসংখ্যানে অনেকটাই পিছিয়ে রয়েছেন আজম। মুডি বলেন, “তবে এই মুহূর্তে শুধু পরিসংখ্যান বিবেচনা করে ওকে মাপা ঠিক হবে না। বিদেশে ব্যাটিং গড় ৩৭, সেখানে ঘরের মাঠে গড় ৬৭। তবে আমাদের দেখতে হবে ও ঘরের বাইরে খুব কমই খেলেছে। এবং বেশিরভাগ আওয়ে ম্যাচই কেরিয়ারের শুরুর দিকে।”

সম্প্রতি আইসিসি সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে উঠে এসেছেন বাবর আজম।

Exit mobile version