Site icon Jamuna Television

করোনায় দেশে আরও ১৩ জনের মৃত্যু

করোনায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৯৯ জনের প্রাণহানি হলো। দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৮২ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৬৭ টি। আজ বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে বুধবার একদিনে দেশে রেকর্ড ৭৯০ জন করোনা রোগী শনাক্ত হয় ও ৩ জনের মৃত্যু হয়।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version