Site icon Jamuna Television

আকবরদের নিয়ে ‘অনুর্ধ্ব ২১’ পরিকল্পনা থেকে সরে আসছে বিসিবি

করোনাভাইরাসের কারণে ক্রিকেট বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতি হবে বয়সভিত্তিক ক্রিকেটের। বাদ যাচ্ছে ১৯ বিশ্বকাপ জয়ীদের নিয়ে অনুর্ধ্ব ২১ দল করার পরিকল্পনা।

এদিকে ক্ষতি পুষিয়ে নিতে বড় পরিসরে হাইপারফরমেন্সে দল করতে চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে ক্রিকেটে ফিরতে অন্তত ৪ সপ্তাহের ফিটনেস ট্রেনিং লাগতে পারে বলেও জানান তিনি।

এর আগে ভারতকে হারিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় করে বাংলাদেশে ক্রিকেট যোগ করেছিলো নতুন এক অধ্যায়। ভবিষ্যতে নতুন সিরিজ দীর্ঘমেয়াদি দেশে-বিদেশে ক্যাম্পের পরিকল্পনা ছিলো আকবরদের ঘিরে।

তরুণ এই প্রতিভা যেন হারিয়ে না যায় সেজন্য বিসিবি সভাপতি ঘোষণা দিয়েছিলেন অনুর্ধ্ব ২১ দল গঠনের। কিন্ত করোনা বদলে দিয়েছে সমীকরণ। ২১ দল নয়, বরং হাই পারফেন্স ইউনিট-এইচপির আদলেই এখণ নতুন পরিকল্পনা বোর্ডের।

অন্যদিকে সামনে বর্ষা মৌসুম হওয়ায় ক্রিকেট কবে ফিরবে জানা তা অনিশ্চিত। তবে মাঠে ফিরতে অন্তত ৪ সপ্তাহের ফিটনেস ক্যাম্পের কথা বলছেন নান্নু। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার ফলে ভাবনায় রাখতে হচ্ছে সাকিব আল হাসানের ফেরার সমীকরণ। জুলাই এ শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা এখনো আছে টাইগারদের। সেই সফরের কথা মাথায় রেখেই জাতীয় দল নিয়ে পরিকল্পনা করছেন নির্বাচকরা।

Exit mobile version