Site icon Jamuna Television

রাজবাড়ীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে হোটেল শ্রমিকদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি:

করোনা ভাইরাস উপেক্ষা করেই রাজবাড়ীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার ৭ মে সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে কয়েক শত শ্রমিক অংশ গ্রহণ করে।

মানববন্ধন কর্মসূচীতে হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ট্রেড ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম, অমিতাব প্রামাণিক, মুন্না, বাদশা প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা এ সময় বলেন, করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ থেকে রাজবাড়ীর সকল হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারি বন্ধ হয়ে গেছে। এতে অন্তত এক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পরেছে। দীর্ঘ এই সময়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন তারা। এমনকি হোটেল মালিকরা শ্রমিক কোন প্রকার বকেয়া বেতনও পরিশোধ করেননি। অবিলম্বে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবী জানান শ্রমিকেরা।

Exit mobile version