Site icon Jamuna Television

পাবনায় বিদেশি রিভলবারসহ আটক ১

পাবনা প্রতিনিধি:

পাবনা সদরের উত্তর মাছিমপুর এলাকা হতে একটি বিদেশি রিভলবারসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১২।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার বিকালে পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ধৃত আব্দুর রাজ্জাক (৩৫) জেলার ঈশ্বরদী উপজেলার চর কুড়ুলিয়া গ্রামের আফসার জোয়াদ্দারের ছেলে।

র‌্যাব জানায়, ধৃত রাজ্জাক দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত এবং অস্ত্র দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখাইয়া তার নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

Exit mobile version