Site icon Jamuna Television

কক্সবাজারে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে ২০ জন শনাক্ত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে একদিনেই ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাত্র ১৫০ জনের নমুনা টেষ্ট করে এই ফল পাওয়া গেছে। ইতোপূর্বে কক্সবাজারে একদিনে সর্বোচ্চ ১১ জন করোনা রোগী শনাক্তের রেকর্ড ছিল।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার পজেটিভ রিপোর্ট পাওয়া ২০ জন করোনা রোগীসহ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭১ জন।

গত ২ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুরু হওয়া করোনা টেস্টে রোববার পর্যন্ত ৩৫ দিনে ২২৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে, ৭৭ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। অবশিষ্ট ২১৯০ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। ৭৭ জন পজেটিভ পাওয়া রোগীর মধ্যে ৭০ জন কক্সবাজার জেলায় এবং ৫ জন নাইক্ষ্যংছড়ি উপজেলা ও একজন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা।

গত ২৪ মার্চ শনাক্ত হওয়া কক্সবাজার জেলার প্রথম করোনা রোগী চকরিয়ার খুটাখালীর এক নারীর শরীরের করোনা পরীক্ষা করা হয়েছিলো ঢাকার আইইডিসিআর ল্যাবে। তিনি সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরেছেন।

রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের আরেক নারী ৩০ এপ্রিল রাতে কক্সবাজার সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কক্সবাজারে করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা রোগী। এছাড়া কক্সবাজারে ইতিমধ্যে মোট ৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Exit mobile version