Site icon Jamuna Television

রাজধানীতে আরেক সাংবাদিকের মৃত্যু

রাজধানীতে আরেক সাংবাদিকের মৃত্যু

দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক আসলাম রহমান (৪৪) মারা গেছেন।

অল্পদিনের ব্যাবধানে রাজধানীতে আরেকজন সাংবাদিকের মৃত্যু ঘটলো। তিনি হলেন দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক আসলাম রহমান (৪৪)। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। তবে, নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সহকর্মীরা জানান, বৃহস্পতিবার রাতে শান্তিবাগের বাসায় শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন তিনি। পরে অফিসের গাড়ি দিয়ে তাকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আসলামের বাড়ি মাদারীপুরে। দুই সন্তানের জনক আসলাম বাংলাদেশে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।

সম্প্রতি দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন ও জ্যেষ্ঠ সহ সম্পাদক মাহমুদুল হাকিম অপু মারা গিয়েছিলেন। এদের মধ্যে মৃত্যুর পর হুমায়ুন কবির খোকনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

Exit mobile version