Site icon Jamuna Television

পরমাণু ইস্যুতে ইরানকে ‘শেষ সুযোগ’ দিলেন ট্রাম্প!

অবশেষে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউজের পক্ষ থেকে আসে এই বিবৃতি।

এটিকে ইরানের জন্য ‘শেষ সুযোগ’ হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একইসাথে চুক্তির ‘ক্রটিপূর্ণ’ শর্তগুলো নতুন করে ঠিক করতে তার ইউরোপীয় মিত্রদেরকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

পরমাণু চুক্তিকে আরও শক্তিশালী করতে ৩ মাসের মধ্যে ইউরোপীয়ান ইউনিয়নের সাথে আরো একটি সমঝোতায় পৌঁছানোর কথা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে ২০১৫ সালে ইরানের সাথে ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয় ছয় পরাশক্তি; যার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম।

তবে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিকে ‘বাজে চুক্তি’ আখ্যা দিয়ে সেটি থেকে সরে আসার হুমকি দিয়ে আসছিলেন। যদিও চুক্তি স্বাক্ষর করা বাকি ৫ দেশ তাদের আগের অবস্থানেই আছে।

Exit mobile version