Site icon Jamuna Television

বড় পরিসরে লকডাউন শিথিলের ঘোষণা কিউই প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে টানা ৩ দিন নতুনভাবে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা শূন্য। তাই, আগামী সপ্তাহেই বড় পরিসরে লকডাউন শিথিলের ঘোষণা দিলেন কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

মন্ত্রীসভার সাথে জরুরি বৈঠকে তিনি জানান, দ্রুত চালু হবে আন্তঃযোগাযোগ ব্যবস্থা। এছাড়া, খুলে যাবে পানশালা, সেলুনের মতো জায়গাগুলো। অবশ্য, ১০০ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না, এই শর্তেই শিথিল হচ্ছে লকডাউন।

কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি এবং করোনা শিষ্টাচার। সোমবারই, মহামারির সতর্কবার্তা তৃতীয় ধাপ থেকে দ্বিতীয় স্তরে নামিয়ে আনে জেসিন্ডা প্রশাসন।

বুধবার নাগাদ কোটি কিউই সাধারণ জীবনে ফেরত যান, শুরু করেন নিয়মিত অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য। প্রধানমন্ত্রীর আশ্বাস, খুব শিগগিরই খুলে দেয়া হবে খেলার মাঠ, লাইব্রেরি। অনুমতি মিলবে আনুষ্ঠানিকতা মেনে বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া এবং বর্ষপূর্তি উদযাপনের।

করোনাভাইরাসে নিউজিল্যান্ডে আক্রান্তের সংখ্যা ১৪’র বেশি; মারা গেছেন ২১ জন।

Exit mobile version