Site icon Jamuna Television

পূর্ব আফ্রিকার দেশগুলোয় বন্যায় মারা গেছেন ২৬০

পূর্ব আফ্রিকার দেশগুলোয় প্রবল বন্যায় মারা গেছেন ২৬০ জন। খবর বিবিসির।

গেলো এক সপ্তাহের প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রুয়ান্ডা, কেনিয়া, সোমালিয়া ও উগান্ডা।

এরমাঝে উগান্ডার জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পানিতে ভেসে গেছেন কমপক্ষে ৬৫ জন।

স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রসের দাবি, জলাবদ্ধ অবস্থায় রয়েছেন দেশটির ১১ হাজারের বেশি মানুষ। ক্ষতির মুখে দু’হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। দেশগুলোয় ভূমিধসের আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

এছাড়াও, পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ারও পূর্বাভাস দেয়া হয়েছে।

Exit mobile version