Site icon Jamuna Television

বিশ্বে করোনা থেকে সুস্থ প্রায় সাড়ে ১৩ লাখ মানুষ

করোনাভাইরাসে আক্রান্তের পরও বিশ্বজুড়ে ১৩ লাখ ৪১ হাজারের মতো মানুষ সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্যবিধি আর শিষ্টাচার মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

এদিকে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩৯ লাখ ১৬ হাজার ২৪৪ জন। তাদের মধ্যে বর্তমানে ২২ লাখ ৫৫ হাজার ৩৩৮ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৯৫৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৩ লাখ ৪১ হাজার ২৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

যুক্তরাষ্ট্র এই মহামারিতে সর্বোচ্চ মৃত্যু দেখলেও এ দেশেই সবচেয়ে বেশি মানুষ আরোগ্য লাভ করেছেন। সুস্থ হয়েছেন দু’লাখ ১৭ হাজারের বেশি মার্কিনী। পরের অবস্থানেই রয়েছে স্পেন, দেশটিতে করোনার উপসর্গ কাটিয়ে উঠেছেন এক লাখ ৬৪ হাজারের মতো মানুষ। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার কারণে এই তালিকায় এগিয়ে জার্মানিও। প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ মুক্ত হয়েছেন ছোঁয়াচে সংক্রমণ থেকে।

বিস্ময়কর তথ্য হলো- এ ব্যাপারে পুরোপুরি নিশ্চুপ যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস।

এছাড়া সাউথ সুদানে করোনাভাইরাসে এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেননি, পুরোপুরি সুস্থও হননি কেউ।

Exit mobile version