Site icon Jamuna Television

ভারতে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের ৯৩০০ পদ বাতিল হবে: রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ছবি: সংগৃহীত

ভারতের সামরিক ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) এর ৯ হাজার ৩’শ এরও বেশি পদ বিলোপ করার কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। খবর হিন্দুস্থান টাইমসের।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার এই বিষয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন-চিফ এমইএস বিষয়ক প্রস্তাবটিকে অনুমোদন দিয়েছে। এমইএস হলো সশস্ত্র বাহিনীর একটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংস্থা। সংস্থাটির বার্ষিক বাজেট প্রায় ১৩,০০০ কোটি রুপি।

লে. জেনারেল ডিবি শেকাতকার কমিটির প্রতিবেদনে এমন সুপারিশ ছিলো যে, এমইএস এমনভাবে পুনর্গঠন করতে হবে যাতে এমইএসের কাজ আংশিকভাবে বিভাগীয় নিযুক্ত কর্মীরা করতে পারে এবং অন্যান্য কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করা যেতে পারে।

বিবৃতিতে কর্মীদের মোট ১৩,১৫৭ টি শূন্য পদের মধ্যে ৯৩০৩ টি পদ বিলোপ সংক্রান্তের কথা বলা হয়েছে।

জেনারেল ডিবি শেকাতকার জানান, ‘এমইএস হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধারণা। আমাদের সম্পদগুলি ন্যায়বিচারের সাথে ব্যয় করা খুবই গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ এর পরিস্থিতি তৈরি হওয়ার কারণে পরবর্তী দুই থেকে তিন বছরের জন্য প্রতিরক্ষা বাজেটে কোনও বৃদ্ধি হবে না। প্রতিকুল পরিবেশ আমাদের সক্ষমতা তৈরির অপেক্ষায় থাকবে না বলে অর্থের যথাযথ ব্যবহার করতে হবে।’

Exit mobile version