Site icon Jamuna Television

দাম কমতে শুরু করেছে আদা, রসুন ও পেঁয়াজের

পেঁয়াজ আর রসুনের দাম সহনীয় পর্যায়ে নামতে শুরু করেছে ।

স্বস্তি ফিরতে শুরু করেছে আদা, রসুন ও পেঁয়াজের বাজারে। প্রায় দুই সপ্তাহ চড়ামূল্যে অবস্থান করা আদার দাম কমেছে দফায় দফায়। সহনীয় পর্যায়ে নামতে শুরু করেছে পেঁয়াজ আর রসুন। তবে এখনও বেশ চড়া মাছ আর মাংসের বাজার।

বিক্রেতাদের দাবি, প্রতি কেজি আদার দাম এক সপ্তাহের ব্যবধানে ১৫০ থেকে ১৬০ টাকা কমেছে। বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। কেজিতে ১০ থেকে ১৫ টাকা দর নেমেছে পেঁয়াজ। এক কেজি দেশি পেঁয়াজের জন্য গুণতে হবে ৪০ টাকা। আমদানি করা রসুন কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। বেগুন ছাড়া কেজিতে ১০ থেকে ১৫ টাকা দাম কমেছে সব ধরনের সবজির।

তবে, স্বস্তি নেই মাছের বাজারে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগেরই দাম বেশি। তেলাপিয়া আর চাষের পাঙ্গাশ ছাড়া সাড়ে তিনশো টাকা কেজির নিচে নেই কোনো মাছ। এবার রমজানে মাংসের কোন নির্ধারিত দর নেই। এক কেজি গরুর মাংসের জন্য দিতে হচ্ছে ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকা।

Exit mobile version