Site icon Jamuna Television

বকশীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে বাট্টাজোড় কুলুবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম(৫০) ওই গ্রামের ফসি উদ্দিনের ছেলে।

জানা যায়, বাট্টাজোড় ইউনিয়নের কুলুবাড়ি এলাকার কৃষক রফিকুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেলে বাট্টাজোড় নতুন বাজারে যাওয়ার পথে একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় রফিকুল। এসময় বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বকশীগঞ্জ হাইওয়ে থানার এসআই মির্জা খোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

Exit mobile version