Site icon Jamuna Television

করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৯১ জন, মোট সুস্থ ২১০১

দেশে গত ২৪ ঘণ্টায় ১৯১ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট দুই হাজার ১০১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৩৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১ টি।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version