Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় নার্স, পুলিশসহ নতুন ৬ জন আক্রান্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নার্স, পুলিশসহ নতুন করে আরও ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দুই জন সিনিয়র ষ্টার্ফ নার্সসহ তিন জন, দামুড়হুদা উপজেলার দুই জন ও আলমডাঙ্গায় একজন পুলিশ সদস্য রয়েছে।

পুলিশ সদস্যের বর্তমান কর্মস্থল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে। সে সম্প্রতি ঢাকা থেকে নিজ বাড়ি আলমডাঙ্গায় আসে।

জেলায় এখন পযর্ন্ত একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ও একজন মারা গেছে।

Exit mobile version