Site icon Jamuna Television

সামাজিক দুরত্ব নিশ্চিতে সৌদি পুলিশের নতুন ইউনিট

করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ ঠেকাতে এবার পুলিশের নুতন ইউনিট গঠন করা হয়েছে। খবর মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল মনিটরের।

এরআগে করোনা বিস্তারের লাগাম টেনে ধরতে পাঁচ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। আর এই নির্দেশনা বাস্তবায়নেই গঠন করা হয়েছে পুলিশের একটি বিশেষ ইউনিট।

এর আগে সৌদি জানিয়েছে, যারা এই বিধিনিষেধ অমান্য করবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়া একই পরিবারের সদস্য না এমন লোকজনকেও একসঙ্গে জড়ো হতে বারণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন গঠিত পুলিশ ইউনিট এসব নির্দেশনার বাস্তবায়ন ও তদারক করবে। সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি লোকজন মেনে চলছে কিনা; তাও দেখভাল করবে তারা।

Exit mobile version