Site icon Jamuna Television

ভারতের জনপ্রিয় অভিনেত্রীর বাড়িতে করোনার হানা

করোনাভাইরাস হানা দিয়েছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় চরিত্র ‘গোপী বউ’খ্যাত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের বাড়িতে।

তার ‘রাঁধুনি’ করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

এ বিষয়ে আনন্দবাজারকে দেবলীনার জানিয়েছেন, ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে এমন খবরে তিনি ও প্রতিবেশীরা আতঙ্কিত। কারণ আক্রান্ত ব্যক্তি শুধু তার রান্নাই করে দেন না, ওই অ্যাপার্টমেন্টের আরও বেশ কিছু ফ্ল্যাটে রান্নার কাজ করেন। এ ঘটনায় গোটা অ্যাপার্টমেন্টকে সিলগালা করে দিয়েছে প্রশাসন। এবং আপাতত তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর সেই রাঁধুনিকে কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে।

জানা গেছে, মা এবং ভাইয়ের সঙ্গে দেবলীনা গুরুগ্রামে থাকেন। লকডাউন শুরুর আগে মা এবং ভাই আসামে গিয়ে আটকে পড়েছেন। তাই এই মুহূর্তে নিজের ফ্ল্যাটে একাই থাকছেন এই বাঙালি অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১০ সালে ‘সাথ নিভানা সাথিয়া’হিন্দি ধারাবাহিকে বাড়ির বড় বউয়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন দেবলীনা ভট্টাচার্য। ভক্ত-অনুরাগীদের কাছে তিনি ‘গোপী বউ’ নামেই পরিচিত।

Exit mobile version