Site icon Jamuna Television

ট্রাম্পকে ক্ষমা চাইতে বলেছে আফ্রিকান ইউনিয়ন

লাগামহীন মুখ দিয়ে যখন যা খুশি বলে ফেলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাই বলে ওভাল অফিসে বসে অমন ভাষায় অভিবাসীদের গালাগাল দেবেন?

বৃহস্পতিবার উভয় দলের সিনেটরদের মধ্যকার অভিবাসন নীতি বিষয়ক এক বৈঠকে আফ্রিকার কিছু দেশ, হাইতি, এবং এল সালভাদোরকে ‘শিটহোল’, বা ‘গুহ্যদ্বার’-এর সঙ্গে তুলনা করেন ট্রাম্প।

অত্যন্ত ন্যাক্কারজনক এ ভাষা ব্যবহারের জন্য মার্কিন রাষ্ট্রপতিকে ক্ষমা চাইতে বলেছে আফ্রিকার দেশগুলো।

আফ্রিকান ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের মন্তব্যে আমরা মর্মাহত, অপমানিত ও উদ্বিগ্ন। এটি মার্কিন ভাবমূর্তি, মর্যাদা, এবং বৈচিত্র্যের জন্য অসম্মানজনক। এ ধরনের মন্তব্য আফ্রিকান ইউনিয়ন ও পেন্টাগনের সম্পর্কের অবনতি ঘটাবে।

মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি বিবৃতিতে আফ্রিকার বংশোদ্ভুত সব মানুষের কাছে ট্রাম্পকে শর্তহীন ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version