Site icon Jamuna Television

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দুই লাখ ৭৬ হাজার

২৪ ঘণ্টায় আরও সাড়ে পাঁচ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন দুই লাখ ৭৬ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ। এর মধ্যে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৭ হাজারের বেশি।

কয়েক সপ্তাহের ধারবাহিকতায় শুক্রবারও সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। মারা গেছেন প্রায় ১৭শ’ মানুষ। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬শ’তে। আক্রান্ত ১৩ লাখ ২২ হাজার।

এদিন দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে, মহামারির নতুন হটস্পট ব্রাজিল। নতুন করে আটশ’র বেশি মৃত্যুতে, মোট প্রাণহানি পৌঁছেছে ১০ হাজারে। আক্রান্ত এক লাখ ৪৬ হাজার। ৬২৬ জনের প্রাণহানির পর, যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ হাজার। আক্রান্ত দুই লাখ সাড়ে ১১ হাজার।

তবে ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশে এদিন নতুন সংক্রমণ ও মৃত্যু ছিল কম। অঞ্চলটিতে কোভিড নাইনটিনে প্রাণহানি দেড় লাখ ছাড়িয়েছে।

Exit mobile version