Site icon Jamuna Television

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গার মৃত্যু

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। পুলিশের দাবি- নিহতরা মাদক ব্যবসায়ী। ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য; তাদের একটি দল উলুবনিয়া এলাকায় পৌঁছালে গুলি ছুঁড়ে রোহিঙ্গা মাদক কারবারীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয় দুই রোহিঙ্গা। তাদের প্রথমে নেয়া হয় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন, নুর মোহম্মদ ও মো. রফিক। তারা উখিয়ার থাইংখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করে পুলিশ।

Exit mobile version