আগুন দিয়ে চুল কাটা, শুনতে অদ্ভুত লাগলেও এরকম ঘটনা ঘটেছে ব্রাজিলে। কাঁচি দিয়ে নয় আগুন দিয়ে পুড়িয়ে চুল কাটার ভিডিওটি লাইভলিক নামে একটি ভিডিও শেয়ারিং সাইটে প্রকাশিত হওয়ার পর পরই সবার আলোচনায় চলে আসে এই ঘটনা। ভিডিওতে দেখা যায় রহস্যজনক এক ব্যক্তি চেয়ারে বসে জ্বলন্ত আগুন দিয়ে মাথার চুল কাটছেন। এমনকি কোলের কাছে আয়না রেখে দেখে দেখে আগুন দিয়ে চুল পুড়িয়ে দিচ্ছেন। আর এভাবেই নিজের মাথার চুলের স্টাইল করছেন।
আর এই রহস্যময় ব্যক্তি যে এরকম আগুন দিয়ে চুল পুড়িয়ে দিচ্ছেন কিন্তু তার চেহারা কোন ধরনের ব্যাথা অনুভূতির চিহ্ন দেখা যাচ্ছে না।
এর আগে ভারত ও পাকিস্তানে দেখা গিয়েছিলো এক সেলুনে চুলে আগুন দিয়ে চুল কাটার দৃশ্য।
টিবিজেড/

