Site icon Jamuna Television

আম পাড়া নিয়ে কৃষককে লাঠিপেটা করে হত্যা

মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরের ফুলবাড়ি গ্রামে আম পাড়া নিয়ে প্রতিপক্ষের লাঠিপেটায় আ. রহিম শেখ নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে ইয়ামিন শেখ আহত হয়েছে। নিহত রহিম শেখ ফুলবাড়ি গ্রামের মৃত দবির শেখের ছেলে।

নিহতের ছেলে ইয়ামিন শেখ ও এলাকাবাসী জানান, ঘটনার দিন সকালে ফুলবাড়ি গ্রামের কাশেম শেখের ছেলে ইসমাঈল শেখ ও নয়ন শেখ নামে দুই সহোদর আ. রহিম শেখের বাড়ির গাছের আম পাড়ে। এতে বাড়ির দুইজন নারী নিষেধ করলে তারা উত্তেজিত হয়ে গালিগালাজ করে এবং মারপিট করতে উদ্যত হয়। পরে ওই দুই নারী পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়। এরপর বাড়িতে পুরুষ লোক আসলে বিষয়টি তাদের জানানো হয়।
পরে রহিম ও তার ছেলে ইয়ামিন এ বিষয় নিয়ে ইসমাঈল শেখ ও নয়ন শেখের কাছে শুনতে গেলে তারা লাঠিপেটা শুরু করে। এতে আ. রহিম গুরুতর আহত হলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক গোলাম রসুল তাকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version