Site icon Jamuna Television

করোনায় মৃত ৮ জনের বিষয়ে যা জানানো হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৮ জন মৃতের মধ্যে সকলেই পুরুষ।

বয়স ভিত্তিতে ৭১ থেকে ৮০ এর ২ জন, ৬১ থেকে ৭০ এর ২ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন ব্যক্তি। ৪০ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ১ জন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ৬৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ৩১৩ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট দুই হাজার ৪১৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪৬৫ টি। নমুনা সংগ্রহ করা হয় ৫২৪৭ টি।

আজ শনিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

Exit mobile version