Site icon Jamuna Television

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে সিএমএইচে স্থানান্তর

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে নেয়া হয়। আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান খবরটি নিশ্চিত করেন।

অধ্যাপক আনিসুজ্জামান বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন অধ্যাপক আনিসুজ্জামান। দুদিন পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপর আবার সিসিইউতে রাখা হয়েছে। আজ তাকে সেখান থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি, অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। তিনি চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক। মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেন।

Exit mobile version