Site icon Jamuna Television

সিলেটে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে নিজ বাড়িতেই তিনি মারা গেলে শনিবার সকালে সংক্রমণ বিধি মেনে প্রশাসনের উপস্থিতিতে তার দাফনও সম্পন্ন করা হয়েছেভ

এর আগে গত ২৬ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ওই বৃদ্ধকে করোনা সন্দেহে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার নমুনা সংগ্রহ করা হলেও বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। ২ মে নমুনা পরীক্ষার রিপোর্টে তার পজেটিভ নিশ্চিত হলে তার গ্রামে ১২টি বাড়ি ও একটি মসজিদ লকডাউন করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নাজমুস সাকিব।

তিনি আরো জানান,আক্রান্ত বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও তিনি এবং তার পরিবারের সদস্যরা রাজি হননি। তাই তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে নিয়ম মেনে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

Exit mobile version