Site icon Jamuna Television

করোনায় পাঁচ হাজার শ্রমিকের অ্যাকাউন্টে টাকা দেয়ার কথা জানালেন বিবেক

করোনা সংকটে বলিউডের অনেক অভিনেতাই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারই ধারাবাহিকতঅয় এবার ৫ হাজার দিনমজুর শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা বিবেক ও’বেরয়।

জি নিউজের বরাতে বিবেক জানান, ‘লকডাউনের কারণে বহুদিন ধরে শ্রমিকরা আটকে রয়েছেন বিভিন্ন প্রান্তে। এমন অনেক পরিবারই সন্তানদের খাবারের জন্য লড়াই করছে। তাই এ রকম ৫ হাজার শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’

এই অভিনেতা আরও জানিয়েছেন, সাপোর্ট এইড অ্যান্ড অ্যাসিস্ট দ্য হেলফলেস (এসএএটিএইচ) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে মিলিতভাবে এ পদক্ষেপে এগিয়ে এসেছেন তিনি। দেশের ৫ হাজার দিনমজুরের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কথা জানিয়েছেন বিবেক।

Exit mobile version