Site icon Jamuna Television

মার্টিনেজকে দলে নিতে একাধিক ফুটবলার দেয়ার প্রস্তাব বার্সেলোনার

ইন্টার মিলান থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার লোতারো মার্টিনেজকে দলে নিতে ৬ ফুটবলারের মধ্যে মিলানকে একাধিক ফুটবলার দেবার প্রস্তাব দিয়েছে বার্সেলোনা।

লুইস সোয়ারেজের বদলি হিসেবে ইন্টার মিলানে স্ট্রাইকার লোতারো মার্টিনেজকে দলে নিতে চায় বার্সেলোনা। কিন্তু এই স্ট্রাইকারের সম্ভাব্য বাজার মূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার। কিন্তু এই মুহুর্তে আর্থিক সংকটে ভুগছে কাতালান ক্লাবটি। তাইতো মার্টিনেজকে পেতে বদলি ফুটবলার দিতে চায় বার্সা।

তাইতো ছয় ফুটবলার স্যামুয়েল উমতিত, জুনিয়র ফিরপো, নেলসন সেমেডো, আর্থুরো ভিদাল, রাফিনহা ও জিন ক্লেয়ার টেডিবোর মধ্যে এক বা একাধিক ফুটবলার ট্রান্সফার ডিলের অন্তরভুক্ত করতে ইন্টারকে প্রস্তাব দিয়েছে কাতালান জায়ান্টরা।

Exit mobile version