Site icon Jamuna Television

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে জনতার সংঘর্ষে নিহত ১

নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষের সময়ে

ভারতের জম্মু-কাশ্মিরে, নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে প্রাণ গেছে কমপক্ষে একজনের। আহত অর্ধশতাধিক।

সেনা অভিযানে শীর্ষ হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু নিহতের জেরে, বুধবার থেকে উত্তপ্ত উপত্যকা। ক্ষোভ ছড়ানোর আশঙ্কায় অবশ্য আগেই উপত্যকাজুড়ে বিচ্ছিন্ন করে দেয়া হয় মুঠোফোন সার্ভিস ও মোবাইল ইন্টারনেট সংযোগ। কঠোর করা হয় সেনা প্রহরা।

যদিও এসবে পিছু হঠেনি বিক্ষুব্ধরা। শুক্রবারও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শটগান পেলেট আর টিয়ার গ্যাস ছোঁড়ে সরকারি বাহিনী। সাউথ এশিয়া টেরোরিজম পোর্টালের তথ্য অনুযায়ী, চলতি বছর জম্মু-কাশ্মিরে বিভিন্ন অভিযান ও হামলায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক বিচ্ছিন্নতাবাদী আর কমপক্ষে ২০ জন ভারতীয় সেনা।

Exit mobile version