Site icon Jamuna Television

পাবনায় বন্দুক ও কার্তুজসহ সন্ত্রাসী গ্রেফতার

সন্ত্রাসী সাখাওয়াত হোসেন

পাবনা প্রতিনিধি:

পাবনায় একটি একনলা বন্দুক ও কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। শনিবার সন্ধায় চাটমোহর থানাধীন মূলগ্রামের ক্ষতবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ৯ মে সন্ধ্যা ছয়টার দিকে সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে অভিযান চালায়। অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন (৪১) ক্ষতবাড়ি গ্রামের আজাহার প্রাামানিকের ছেলে।

উল্লেখ্য, গ্রেফতার হওয়া আসামি দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত এবং অস্ত্র দ্বারা লোকজনদের ভয়ভীতি দেখিয়ে তার নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল বলে জানায় র‌্যাব। ঘটনায় চাটমোহর থানায় মামলা হয়েছে।

Exit mobile version