Site icon Jamuna Television

যুক্তরাজ্যে ফ্লাইটে করে প্রবেশ করলেই ১৪ দিনের কোয়ারেন্টাইন

বিশ্বের যে কোনও দেশ থেকে ফ্লাইটে করে যুক্তরাজ্যে প্রবেশকারী প্রত্যেক ব্যক্তিকেই ১৪ দিনের কোয়ারেন্টােইন নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন করেছে দেশটির ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলো। তবে আয়ারল্যান্ড থেকে আগতদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে না বলেও জানায় তারা।

নতুন বিধিনিষেধ এই মাসের শেষে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে বলে জানায় সংবাদ সংস্থা এএফপির একটি প্রতিবেদনে।

এয়ারলাইনস ইউকে বলেছে যে, যুক্তরাজ্যে আগত লোকদের ব্যক্তিগত বাসভবনে স্বেচ্ছায় আলাদা থাকতে হবে। তবে আগত বিদেশি নাগরিকরা কোথায় কোয়ারেন্টাইনে থাকবেন? সে সংক্রান্ত কোন সুস্পষ্ট নীতি ঘোষণা করা হয়নি।

যুক্তরাজ্যের বিমান পরিবহনমন্ত্রী কেলি টোলহার্স্ট এয়ারলাইন্স এবং বিমানবন্দরের প্রতিনিধিদের সাথে আলোচনা করে কোয়ারেন্টাইন সংক্রান্ত এই নীতিটি পুরোপুরি ভাবে নির্ধারণ করবেন বলে আশা করা হচ্ছে।

তবে দেশটির বিমানবন্দরগুলো বলছে, কোয়ারেন্টাইন নীতিমালা কেবল যুক্তরাজ্যের বিমান শিল্পের ওপরই নয়, অর্থনীতিতেও বিরুপ প্রভাব ফেলবে।

Exit mobile version