Site icon Jamuna Television

লকডাউন ওঠাতে প্রশাসনের বিরুদ্ধে মাস্কের মামলা

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক

ক্যালিফোর্নিয়ার স্থানীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। খবর ফোর্বসের।

ইলন মাস্ক এক টুইটার বার্তায় লিখেছেন, বিধিনিষেধ শিথিল না হলে কারখানা নেভাডা অথবা টেক্সাসে সরিয়ে নেবেন। চলমান লকডাউনের বিরুদ্ধে মাস্ক কয়েক দিন ধরে বেশ সোচ্চার। এই ধরনের সিদ্ধান্তকে তিনি ‘স্বৈরাচারী’ বলেও মন্তব্য করেছেন।

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়, লকডাউনে কোনোভাবেই টেসলার কারখানা খোলা উচিত নয়। এদিকে, টেসলার পক্ষ থেকে কাউন্টির বিরুদ্ধে শনিবার মামলা করা হয়েছে।

টেসলার অভিযোগ, আলামেডা কাউন্টি ফেডারেল এবং ক্যালিফোর্নিয়ার সংবিধানবিরোধী কাজ করছে। আলামেডায় টেসলার ফ্রিমন্ট কারখানা মে মাসের শেষ পর্যন্ত বন্ধ থাকার কথা। কারণ এই অঞ্চলে শুধুমাত্র জরুরি ব্যবসায়িক কার্যক্রম চালানোর অনুমতি আছে।

উল্লেখ্য, আলামেডায় এখন পর্যন্ত ১ হাজার ৯৬১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭০ জন।

Exit mobile version