Site icon Jamuna Television

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক করোনায় আক্রান্ত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ করোনায় আক্রান্ত হয়েছেন। তার মেয়েও করোনা পজেটিভ। তারা বর্তমানে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব মো. খায়রুল আলম প্রিন্স।

তিনি বলেন, গতকাল সন্ধ্যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। দু’জনই চিকিৎসাধীন রয়েছেন। কৃষিবিদ খায়রুল আলম আরও জানান, আরেক কৃষিবিদ নুরুল আমিনও করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইনে আছেন। তার ফলাফল এখনো আসেনি।

২৯ এপ্রিল সুনামগঞ্জে ধানকাটা কর্মসূচিতে কৃষিমন্ত্রীর সাথে ছিলেন তারা।

Exit mobile version