Site icon Jamuna Television

চীনে নতুন আক্রান্ত ১৪

ছবি: প্রতীকী

করোনাভাইরাসে চীনে নতুন করে আক্রান্ত হয়েছে ১৪ জন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন। গত দুই সপ্তাহে এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

আক্রান্তদের মধ্যে দুইজন দেশের বাইরে থেকে সংক্রমিত হয়েছেন। বাকি ১২ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১ জনই উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের অধিবাসী। তবে করোনা সদৃশ রোগে আক্রান্ত হয়েছেন নতুন করে ২০ জন। ১লা মে’র পর এই সংখ্যা সর্বোচ্চ।

তবে হেলথ কমিশনের মতে নতুন করে কেউ মারা যান নি করোনা ভাইরাসে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৯ই মে পর্যন্ত চীনে সরকারি হিসেবে অনুযায়ী করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৮২ হাজার ৯০১। মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।

Exit mobile version