Site icon Jamuna Television

করোনায় মৃত ১৪ জনের বিষয়ে যা জানানো হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে সব্বোর্চ ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২২৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৪ জন মৃতের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী।

বয়স ভিত্তিতে নারীদের মধ্যে ৩১ থেকে ৪০ এর মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ১ জন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন।

বয়স ভিত্তিতে পুরুষদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ এর মধ্যে ৩ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন ১ জন।

এদিকে সুস্থতার হার ১৮.১০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৫ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সব্বোর্চ ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট দুই হাজার ৬৫০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৩৮ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৬৪২ টি।

আজ রোববার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

Exit mobile version