Site icon Jamuna Television

ভারত-চীন সীমান্তে সংঘর্ষ, উত্তেজনা

আবারও ভারত-চীন সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে দেশ দুইটির সেনাবাহিনী। শনিবার উত্তর সিকিমের নাকুলায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এখবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে বলা হয়, মুগুথাং পেরিয়ে ৫ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দুপক্ষের প্রায় ১৫০ সেনার মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৪ ভারতীয় সেনা ও চীনা বাহিনীর ৭ জন আহত হয়েছেন। তবে সংঘর্ষ বড় আকার ধারণ করেতে পারেনি। শেষ পর্যন্ত ঝামেলা মিটে যায়।

বিষয়টি নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষে সেনাবাহিনীর সদর দফতরে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কিছু জানা নেই বলে সেখান থেকে বার্তা দেয়া হয়েছে। তবে নাকুলায় এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না বলে সেনাবাহিনীর সাবেক এক সেনাকর্তা জানিয়েছেন।

উল্লেখ্য, ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। ২০১৭ সালের আগস্টে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষের সেনারা।

Exit mobile version