Site icon Jamuna Television

করোনা চিকিৎসায় যুক্ত হলো হলি ফ্যামিলি হাসপাতাল

করোনাভাইরাস পরীক্ষায় নতুন করে যুক্ত হলো বেসরকারি হলি ফ্যামিলি হাসপাতাল। দুপুরে হলি ফ্যামিলি হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে রোগীরা মানসম্মত চিকিৎসা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। হাসপাতালের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন জাহিদ মালেক।

এছাড়া করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য নতুন করে ১৬টি ল্যাব ও ৪০টি টেস্টিং বুথ চালু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জাহিদ মালেক।

এসময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। চার-পাঁচ দিনের মধ্যেই পুরোপুরি সেবা দেয়া যাবে।

Exit mobile version