Site icon Jamuna Television

রাজনৈতিক বক্তব্যে প্রপাগান্ডা চালানো অপরাধ: ফখরুলকে কাদের

বিএনপি মহাসচিবের বক্তব্য দেশের রাজনৈতিক সমাজের মাঝে বিভ্রান্তি তৈরির অপকৌশল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে সরকারি বাসভবনে ব্রিফিং এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করে যাচ্ছে বিএনপি।

সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়াতে ত্রাণ কার্যক্রম নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। দুর্যোগের সময়ে যেখানে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন, সেখানে বিএনপি উসকানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয় সতর্ক রয়েছে।

Exit mobile version