Site icon Jamuna Television

নওগাঁয় বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চার হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। করোনা মোকাবেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশন খাবারগুলো সরবরাহ করে।

কর্মকর্তারা জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন দুই দফায় মোট চার হাজার পরিবারের জন্য চাল, ডাল, ভোজ্য তেল, লবন, আটা, সুজি ও বিস্কুট পাঠায়। খাবারগুলো ১৪ বিজিবি ও ১৬ বিজিবি’র তত্ত্বাবধানে নওগাঁ সীমান্ত এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের কাছে পৌছে দেয়া হয়।

কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মাসুদ। এসময় ১৬ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল আরিফুল ইসলাম ও ১৪ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল এসএম নাদিম আরেফিন উপস্থিত ছিলেন।

Exit mobile version