Site icon Jamuna Television

পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৫

পাবনায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

 

সকালে চিনাখোরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সাদ্দাম পরিবহনের বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও দুই জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার পর খালে পড়ে যাওয়া বাস দুটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

 

যমুনা অনলাইন/এফকে

Exit mobile version